সম্প্রতি বিনষ্ট’র প্রতিবাদে বরিশালে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

‘মহান মক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন, অসম্প্রদায়িক বাংলাদেশ’ শ্লোগানে ও সম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট, পূজা মন্ডপে হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশালের সাংস্কৃতিক কর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ও অশ্বিনী কুমার হলের মধ্যে এই কর্মসূচি পালন করা হয়।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, মহিউদ্দিন মানিক বীর প্রতীক, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান, শিক্ষক সমিতি বরিশাল অঞ্চলের সহসভাপতি আবদুল মালেক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি স্বপন খন্দকার, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার মহিলা পরিষদের সহসভাপতি নারী নেত্রী নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, অধ্যাপক টুনু রানী কর্মকার, রবি দাস সম্প্রদায়ের বিভাগীয় সভাপতি জীবন দাস, অ্যাড. একে আজাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী।
সমাবেশে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর যে বর্বব হামলা চালানো হয়েছে তা রাষ্ট্রের পরিপন্থি। রাষ্ট্র ও সকলকে এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তা না হলে দেশের অস্তিত্ব হুমকিতে পড়বে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ প্রত্যাশা করা হয় কর্মসূচিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।